১ অক্টোবর। মাসের প্রথম দিন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ওঠানামার কারণে দেশের একাধিক শহরে পেট্রল এবং ডিজেলের দামে বড় পরিবর্তন। নতুন বাজার দর অনুযায়ী, পশ্চিমবঙ্গের আটটি জেলায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। বাকি ৯টি জেলায় দাম কমেছে।
একনজরে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম
কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম - ১০৬.০৩ টাকা (অপরিবর্তিত)
কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম- ৯২.৭৬ টাকা (অপরিবর্তিত)
কোন কোন জেলায় পেট্রোল ডিজেলের দাম বেড়েছে?
আলিপুরদুয়ার (পেট্রোল ১০৭.২৬ টাকা, ডিজেল- ৯৩.৯০), বীরভূম (পেট্রোল ১০৬.৭৭ টাকা, ডিজেল- ৯৩.৪৫), কোচবিহার (পেট্রোল ১০৭.৩৯ টাকা, ডিজেল- ৯৪.০৩), দক্ষিণ দিনাজপুর (পেট্রোল ১০৬.১৪ টাকা, ডিজেল- ৯২.৮৬), হুগলি (পেট্রোল ১০৬.৪৫ টাকা, ডিজেল- ৯৩.১৬)।
আরও পড়ুন - আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কত? জানুন বিশদে
পশ্চিম বর্ধমান (পেট্রোল ১০৬.০৪ টাকা, ডিজেল- ৯৩.১২), পূর্ব মেদিনীপুর (পেট্রোল ১০৬.৪০ টাকা, ডিজেল- ৯২.৭৮), দক্ষিণ ২৪ পরগনায় দাম (পেট্রোল ১০৬.৪৮ টাকা, ডিজেল- ৯৩.১৮) বেড়েছে পেট্রোল ও ডিজেলের।
অন্যদিকে, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং এবং বাঁকুড়ায় দাম কমেছে পেট্রোল ও ডিজেলের।