শনিবার সকালেই ED-র দফতরে হাজিরা দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে। বৃহস্পতিবারও তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। এছাড়াও এদিন সকালে CGO কমপ্লেক্সে পৌঁছন জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তাঁর বাড়ি থেকেই পাওয়া গিয়েছিল একটি মেরুন ডায়েরি।
যদিও শনিবার সকালে ঠিক কী কারণে তাঁরা CGO কমপ্লেসে পৌঁছলেন তা জানা যায়নি। এমনকি তাঁদেরকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেবিষয়টিও পরিষ্কার নয়।
বৃহস্পতিবার জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশির পাশাপাশি অমিত দে-র তিনটি ফ্ল্যাটে হানা দেন ED আধিকারিকরা। কিন্তু সেসময় কেউ বাড়িতে ছিলেন না। ছুটি কাটাতে পুরী গিয়েছিলেন তাঁরা। খবর পেয়ে অতি দ্রুত কলকাতায় ফিরে আসেন। খোলা হয় ফ্ল্যাটের দরজা। এবং তল্লাশি শুরু হয়।