কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজ 'সুপার সানডে'তে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দীর্ঘ বেশ কয়েক মাস পর এই রুদ্ধশ্বাস ম্যাচ ঘিরে এখন গোটা দেশ আবেগে ফুটছে। আর তার মধ্যেই এবার ভারতের জয়ের আশায় যজ্ঞের আয়োজন করা হল বিধাননগরে।
রবিবার বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা নির্মল দত্তর উদ্যোগে, স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় বাইপাস সংলগ্ন শিবমন্দিরে পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয়। ক্লাব সদস্যদের উপস্থিতিতে সমস্ত নিয়ম মেনে শুরু হয় যজ্ঞ। দু'জন পুরোহিত এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবেই সম্পন্ন করেন। সকাল থেকেই ক্লাব চত্বরে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ অন্যান্য ক্রিকেটারদের ছবি নিয়ে উপস্থিত ছিলেন ক্লাব সদস্যরা।
আরও পড়ুন- Super Sunday: আজ আক্ষরিক 'সুপার সানডে', পাঁচ ঘণ্টার ভরপুর বিনোদনের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা