উল্টো গেরো এবার কামারহাটির সাগর দত্তে। জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদে মৃত রোগীর পরিজনরা। শুক্রবার রাতের ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মুক্তির দাবিতে হাসপাতাল চত্বরে এবার প্রতিবাদ রোগীর আত্মীয়দের। তাঁদের দাবি, ওই চারজনকে না ছাড়লে, তাঁরা দেহই নেবেন না। শুক্রবার রাতে সাগর দত্ত হাসপাতালে মৃত্যু হয় রঞ্জনা সাউ নামের এক মহিলার। এদিনও তাঁর আত্মীয়দের অভিযোগ, স্রেফ গাফিলতি করে মেরে ফেলা হয়েছে তাঁদের মেয়েকে।
এদিকে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে এদিন হাসপাতালে যান স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। হাজির ছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। কিন্তু প্রশাসনের কর্তাদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ব্যর্থ বলেই জানা গিয়েছে। ফলে, কর্মবিরতির সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হঠছেন না জুনিয়র ডাক্তাররা।
শুক্রবার রাতে রোগীর পরিবারদের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করেন হাসপাতালের নার্সিং স্টাফরাও। কারণ, এই ঘটনায় পুলিশ জানিয়েছে, জুনিয়র ডাক্তার ও নার্স-সহ আট জন আহত হয়েছে। এরমধ্যে একজন পুলিশ কর্মীও রয়েছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের কাছে জুনিয়র ডাক্তারদের দাবি, নিরাপত্তা নিশ্চিত না হলে, তাঁরা কাজ করবেন না। এই ঘটনায় চার জনের গ্রেফতারিতেও চিঁড়ে ভেজেনি।