জলমগ্ন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। আর তার জেরে শুক্রবার থেকে সমস্যায় রোগী, চিকিৎসক এবং হাসপাতাল কর্মীরা। মহিলা বিভাগে এই সমস্যা হলেও দীর্ঘক্ষণ কোনও সাফাইকর্মীর দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ।
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ১০ তলায় রয়েছে মহিলা বিভাগ। রোগী ও তাঁদের বাড়ির আত্মীয়রা জানিয়েছেন, গতকাল রাতে হঠাৎ করে ওই তলার একটি কল ভেঙে যায়। ফলে জলমগ্ন হয়ে পড়ে পুরো তলা। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি বলেই জানিয়েছেন তাঁরা।
ওই বিল্ডিংয়ের দায়িত্ব রয়েছে একটি বেসরকারি সংস্থা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই বিষয়টি তাদের নজরে আসার পরেই বেসরকারি সংস্থাকে জানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও ভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এদিকে বাথরুমের জল ওয়ার্ডের ভিতরে ঢুকে যাওয়ায় সমস্যা তৈরি হয়। যাত্রীদের যাতায়াত করতেও সমস্যা হয়।