Air turbulence: মাঝ আকাশে ঝড়ের কবলে বিমান, চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিল ডিজিসিএ

Updated : May 02, 2022 17:58
|
Editorji News Desk

সিনেমা যে বাস্তবের মাটি থেকেই তৈরি হয়, তা যেন হাড়ে হাড়ে টের পেলেন ঝড়ের কবলে পড়া স্পাইসজেটের ১৮৫ জন যাত্রী। অজয় দেবগণ অভিনীত ছবি ‘রানওয়ে ৩৪’। যেখানে খুবই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে একটি বিমান। কিন্তু বিমানচালকের কুশলী ক্ষমতায় বিমানটিকে ঠিক মতো অবতরণ করানো যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাত্রীরা এখন যেন সিনেমার মতো সেই অভিজ্ঞতাকে চাক্ষুষ করার ঘোর কাটিয়ে উঠতে পারেননি। 

এক যাত্রীর কথায়, ‘‘বিমানসেবিকা আমাদের বলেছিলেন সিট বেল্ট পরে নিতে। কিন্তু ঝাঁকুনিতে সেই বেল্ট ছিঁড়ে যায়। মাথায় চোট পেয়েছি।’’ স্পাইসজেটের মুখপাত্র বলেছেন, ‘‘অবতরণের পরই ওঁদের চিকিৎসা করানো হয়। আপাতত সকলেই সুস্থ। কয়েকজনের চোট একটু গুরুতর ছিল।’’ জানা গেছে, বিমানে থাকা ১৮৫ জন যাত্রীর মধ্যে আহত কমপক্ষে ৪০ জন। 

স্পাইসজেটের মুম্বই-দুর্গাপুরগামী বিমানটি(Air Turbulence) শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা ৭টা ৫৫ নাগাদ অণ্ডাল পৌঁছয়। কিন্তু রবিবার বিমানটি আগের দিনের তুলনায় মুম্বই(Mumbai Airport) থেকে কিছুক্ষণ আগেই ছাড়ে। বিকেল ৪টে ৫৭ নাগাদ উড়ান শুরু করে বিমানটি। সেই হিসাব মেনে অণ্ডালের বিমানবন্দরে সন্ধ্যা ৭টা ১৭ নাগাদ অবতরণ করার কথা ছিল। কিন্তু ঝড়-বৃষ্টির দাপটে সমস্ত হিসেব ওলটপালট হয়ে যায়। 

আরেক যাত্রী মহম্মদ ইকবাল বলেন, ‘‘মনে হচ্ছিল, বিমানটা এ দিক থেকে ও দিক পর্যন্ত হেলে যাচ্ছে। সিটে বসে থাকা যাচ্ছিল না। উপরের লাগেজ কেবিন থেকে কারও কারও ব্যাগও পড়ল মাথায়। আমার মনে হচ্ছিল আকাশেই বোধ হয় বিমানটা উল্টে যাবে।’’ 

প্রবল ঝাঁকুনিতে আহত হন যাত্রীরা। বিমানবন্দর সূত্রে খবর, সেসময় এক ধাক্কায় ১২ হাজার মিটার উচ্চতা থেকে ৮ হাজার মিটার উচ্চতায় নেমে আসে বিমানটি। সন্ধ্যা ৭টা থেকে সওয়া ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। ক্রমাগত তিনবার ঝাঁকুনির পর ধীরে ধীরে নীচে নামতে শুরু করে বিমানটি। শেষপর্যন্ত অণ্ডাল বিমানবন্দরে(Andal Airport) সাবধানেই অবতরণ করানো হয় বিমানটিকে। 

আরও পড়ুন- Air turbulence : মাঝ আকাশে ঝড়ের কবলে অন্ডালগামী বিমান, দেখুন ভিতরের সেই হাড়হিম করা ছবি 

ডিজিসিএ-র(DGCA) তরফে জানানো হয়েছে, ওই ঘটনায় মোট ১৭ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ১৪ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ(DGCA)

SpiceJet FlightMumbai AirportSpiceJetair turbulenceAndal Airport

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর