সোমবার আলিপুর আদালত(Alipore Court) চত্বরে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) জানান, কেউ তৃণমূলের ক্ষতি করতে পারবে না। এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য তাঁকে হাজির করানো হয় আলিপুর আদালতে। সেখানেই সাংবাদিকরা তাঁকে বিজেপির 'ডিসেম্বর-রাজনীতি' নিয়ে প্রশ্ন করায় তৃণমূলের প্রাক্তন মহাসচিব জানান, ‘‘তৃৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।’’ এদিন তাঁর শরীরি ভাষায় রীতিমতো দৃঢ়তার ছাপ লক্ষ করা গেছে। যদিও এর বেশি কিছু বলতে রাজি হননি 'বিরক্ত' পার্থ(Partha Chatterjee is in Alipore Court)।
বিজেপির(BJP West Bengal) তরফে বেশ কিছু দিন ধরেই দাবি করা হচ্ছে, এই ডিসেম্বর মাসেই রাজ্যে বড় কিছু ঘটতে চলেছে। এমনকি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) চলতি মাসের তারিখও বেঁধে দিয়েছেন। বিরোধী দলনেতা আগেই জানান, ‘‘ডিসেম্বরের ১২–১৪–২১ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।’ উল্লেখ্য, তাঁর দেওয়া তিনটি তারিখের প্রথম দিন সোমবার।
আরও পড়ুন- WB TET Exam 2022: রেজাল্টে প্রভাব পড়বে না, বায়োমেট্রিক সমস্যায় সাফাই পর্ষদ সভাপতি গৌতম পালের
বিজেপির এই 'ডিসেম্বর রাজনীতি' নিয়ে সুর চড়িয়েছে তৃণমূলও(TMC on BJP)। কুণাল ঘোষ(Kunal Ghosh) বৃহস্পতিবার বলেন, ওই তিনদিনের মধ্যে যদি কেন্দ্রীয় সংস্থার কোনও তৎপরতা দেখা যায়, তাহলে বোঝা যাবে, বিজেপি নেতাদের(BJP Leaders) কথাতেই সংস্থাগুলি কাজ করছে। পাশাপাশি, বিরোধী দলনেতাকে 'মানসিক অবসাদগ্রস্ত’ বলেও কটাক্ষ করেন তিনি। এমনকি, কিছুদিন আগেই কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি(TMC Leader Suprakash Giri) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘১২ তারিখ বিয়ে বাড়ি, ১৪ তারিখ বউ ভাত আর ২১ তারিখ হানিমুন।’ শুভেন্দুর প্রতি এই কটাক্ষের জবাব দেয় জেলা বিজেপিও(East Midnapore BJP)।