‘আমি ষড়যন্ত্রের শিকার’, মন্ত্রীত্ব ও দলীয় পদ হারিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার পার্থকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ঢোকার সময় দল থেকে সাসপেন্ড করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মাস্ক নামিয়ে তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’। এরপর তাঁকে হুইলচেয়ারে করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার সকালে পার্থকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা উড়ালপুলে তাঁর গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়ায়। সেখানে তাঁকে দল থেকে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন করা হলেও তখন তাঁর কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখে মাস্ক পরে গাড়ির ভিতরে চুপ করে বসে থাকতে দেখা যায় তাঁকে। কিন্তু পরে হাসপাতালে ঢোকার মুখে তিনি প্রতিক্রিয়া দেন। এদিন দু’টি আলাদা আলাদা গাড়িতে পার্থ এবং অর্পিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
SSC Scam:তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে ‘লেটারহেডে’ চাকরির সুপারিশের অভিযোগ
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে ‘দুর্নীতি’র অভিযোগে গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডির দল। প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ২৩ জুলাই, শনিবার গ্রেফতার করা হয় তাঁকে। বর্তমানে ১০ দিনের ইডি হেফাজতে রয়েছেন পার্থ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তাঁর ‘ঘনিষ্ঠ’ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার পার্থকে মন্ত্রীত্ব এবং দলের সমস্ত পদ থেকে অপসারিত করে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল।