শান্তিনিকেতনে কোনও বাড়িই নেই তাঁর। তাই ইডি তল্লাশি অভিযান চালিয়েছে, এমন কোনও প্রশ্নই ওঠে না। তাঁর নামে যা বলা হচ্ছে, সবই অসত্য। বললেন অধ্যাপিকা মোনালিসা দাস।
মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির আগে থেকেই বারবার প্রকাশ্যে এসেছে মোনালিসার নাম। গুজব ছড়ায়, শান্তিনিকেতনেই মোনালিসার ৯টি বাড়ি আছে। সেই সব বাড়িতেও নাকি ইডি তল্লাশি চালিয়েছে। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের মতো মোনালিসার ওপরেও নজর রেখেছিল ইডি। কিন্তু একটি সংবাদমাধ্যমকে মোনালিসা সাফ জানিয়ে দেন, এসবের কোনও সত্যতা নেই। তিনি সাধারণ শিক্ষক মানুষ। সাধারণ জীবনযাপন করেন। বাইরে থেকে কে কী বলছে, তা নিয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন মোনালিসা।
আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা মোনালিসা। আসানসোলেই এসবি গড়াই রোডের বরফকল বিবেকানন্দ পল্লীতে একটি ভাড়াবাড়িতে থাকেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ওই বাড়িতে যাতায়াত করেননি। বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল, তা স্বীকার করেছেন মোনালিসা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "একজন শিক্ষকের সঙ্গে এক অভিভাবকের যেমন সম্পর্ক হয়, আমাদেরও তেমন সম্পর্ক।"
শুক্রবারই জানা গিয়েছিল, শান্তিনিকেতনে একাধিক বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। তখনই মোনালিসার নাম প্রকাশ্যে আসে। নেটমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। তবে শান্তিনিকেতনে তাঁর নামে বাড়ি থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন মোনালিসা। তিনি জানান, "শান্তিনিকেতনে আমার কোনও বাড়ি নেই। আমি একজন সাধারণ শিক্ষক মানুষ। শিক্ষক পরিবারের সন্তান। সততার সঙ্গে বাঁচি। সততার সঙ্গেই থাকব। বাইরে থেকে কোনও মানুষ কিছু মন্তব্য করলে, তার কোনও দায় আমার নেই।"