ব্যাপক দুর্নীতি যে হয়েছে, তা স্পষ্ট, তবে এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করে চলেছেন তিন মূর্তি, দাবি সিবিআই-এর। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ এবং মধ্যশিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করছে সিবিআই। কিন্তু পাশপাশি বসে ইশারা-ইঙ্গিতে হেভিওয়েট তিন অভিযুক্তই তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে খবর।
শনিবার সন্ধ্যার পর থেকে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। রবিবারেও তিন মূর্তিকে সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টা জেরা করা হয়। মাঝখানে চিকিৎসকেরা প্রায় দু’ঘণ্টা ধরে তিন জনের স্বাস্থ্য পরীক্ষা করেন।
Durga Puja 2022 : দুর্গাপুজোর আগে বৃষ্টির অভাবে পদ্মের আকাল, মাথায় হাত হাওড়ার পদ্মচাষীদের
তিন অভিযুক্তই দুর্নীতির দায় স্পষ্ট ভাবে স্বীকারের রাস্তা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন বলে মনে করছেন সিবিআই-কর্তারা। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন আপাত ভাবে মনে হচ্ছে, এঁরা পরস্পরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু আসলে নিঃশব্দে পরস্পরের ইঙ্গিতটা বুঝে নিয়ে সাবধানে পা ফেলছেন, যা থেকে স্পষ্ট এই তিন জনের বোঝাপড়া পুরনো এবং মজবুত।