Partha Chatterjee:প্রভাবশালী তকমা মুছতে বিধায়ক পদ ছাড়তে রাজি পার্থ, আদালতকে জানালেন আইনজীবী

Updated : Aug 12, 2022 16:52
|
Editorji News Desk

প্রভাবশালী তকমা মুছতে প্রয়োজনে তাঁর মক্কেল বিধায়ক পদ ছেড়ে দেবেন। শুক্রবার আদালতকে এমনটাই জানালেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) — এর আইনজীবী। আদালতকে তিনি বলেন, প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক পদও ছাড়তে চান। তিনি সাধারণ মানুষের মতো থাকবেন।

উল্লেখ্য, ইডি গ্রেফতার করার পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হয়েছে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে দ্বিতীয় ধাপে টাকা উদ্ধারের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন। তাঁকে দলের মহাসচিবের পদ থেকেও সরানো হয়। সাংবাদিক বৈঠক করে দলের তরফে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থকে দলের সব পদ থেকে সরানোর পাশাপাশি সাসপেন্ড করার কথাও ঘোষণা করেছিলেন। 

Anubrata Mandal:গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই, সোমবার হাজিরার নির্দেশ

এই পরিস্থিতিতে এখন পার্থ বেহালা পশ্চিম কেন্দ্রের একজন বিধায়ক মাত্র। শুক্রবার তাঁর আইনজীবী জানালেন, বিধায়ক পদও ছেড়ে দিতে চান পার্থ। ওয়াকিবহাল মহলের একাংশের মতে ইডি যাতে পার্থকে প্রভাবশালী তকমা দিয়ে জামিনের বিরোধিতা না করতে পারে সেই কারণেই বিধায়ক পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, সারদা কাণ্ডে মদন মিত্রকে দীর্ঘ সময়ে জেলে থাকতে হয়েছিল প্রভাবশালী তকমার জন্যই। দিল্লি থেকে কলকাতায় উড়ে এসে কপিল সিব্বলের মতো দুঁদে আইনজীবীও সেইসময়ে মদন মিত্রের জামিন করাতে পারেননি।

উল্লেখ্য, এদিনের শুনানিতে ইডি আর পার্থকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির তরফে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের ১২ দিনের জেল হেফাজত চাওয়া হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, জেলে গিয়ে প্রয়োজন মতো ইডি আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান।

ssc scamPartha Chatterjee Arrest

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর