Partha Chatterjee:৭ দিনে ৫০ ঘণ্টা জেরা, পার্থর স্নানের জন্য বরাদ্দ বড় বাথরুম

Updated : Aug 08, 2022 12:03
|
Editorji News Desk

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee in ED custody) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি নিজেদের হেফাজতে নেওয়ার পর সাত দিন কেটে গিয়েছে ৷ প্রথমে একরাত এসএসকেএম হাসপাতালে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ তারপর ভুবনেশ্বর এইমস থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফেরার পর থেকে অস্থায়ী ঠিকানা সল্টলেকের সিজিও কমপ্লেক্স। অর্পিতাও এখন সেখানেই ইডির হেফাজতে রয়েছেন। সেখানে দু’জনের উপরেই সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে দু'টি ক্যামেরা৷

ইডি সূত্রে খবর, হেফাজতে পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে সবমিলিয়ে প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয়েছে। এখনও পর্যন্ত অর্পিতার থেকে প্রয়োজনীয় অনেক তথ্য পেলেও পার্থ সেভাবে সহযোগিতা করছেন না বলেই অভিযোগ তদন্তকারীদের৷

LPG Price Today :১ অগাস্ট থেকে গ্যাসের দাম কমল সিলিন্ডার পিছু ৩৬ টাকা

ইডি সূত্রে জানা গিয়েছে, গত সাত দিনে দু' জনকে জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়াটিই ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে৷ পার্থ এবং অর্পিতা যখন লক আপের ভিতরে থাকছেন তখন তো বটেই, জিজ্ঞাসাবাদের জন্য যখন তাঁদের বাইরে আনা হচ্ছে সেই সময়ও দু' জনের যাবতীয় গতিবিধি ক্যামেরাবন্দি করা হচ্ছে৷ এমনকি পার্থ- অর্পিতা কী খাচ্ছেন সেটাও ক্যামেরায় তোলা থাকছে।

ইডি কর্তারা বলছেন, তাঁদের উপরে কোনও রকমের মানসিক বা শারীরিক অত্যাচার করা হয়েছে, এমন কোনও অভিযোগ যাতে পরবর্তীতে দু' জনের কেউই করতে না পারেন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। 

পার্থকে নিয়েও বেশি সমস্যা এবং উদ্বেগে রয়েছেন ইডি কর্তারা৷ কারণ একে তিনি রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী, তার উপর তাঁর নানা শারীরিক সমস্যা রয়েছে৷ হেফাজতে নেওয়ার পর পার্থর স্নান, খাওয়া-দাওয়া নিয়েও সমস্যায় পড়তে হয় ইডি-কে৷ পার্থ চট্টোপাধ্যায়কে স্নান করিয়ে দেওয়ার জন্য চতুর্থ শ্রেণির একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ ব্যবস্থা করতে হয়েছে বড় বাথরুমের৷ ইডি-র দেওয়া পরিমিত আহারেও আপত্তি ছিল পার্থর৷ কয়েক দিন জেদাজেদির পর অবশ্য আপাতত তাই মুখ বুজে খেতে হচ্ছে তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে৷

 

Partha ChatterjeePartha Chatterjee ArrestArpita Mukherjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর