পরিচয় ছিল, সে কথা স্বীকার করেছেন দুজনেই, তবে কতোটা ঘনিষ্ঠতা ছিল, তা নিয়ে মুখ খোলেননি, নিয়োদ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চোট্টোপাধ্যায় এবং মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। তবে মামলার শুনানিতে বেশ হালকা মেজাজেই পাওয়া গেল দুজনকে, ইশারায়, চোখে চোখে কথাও বললেন দুজনে, মুখে কিছু না বলেও যেন বলা হয়ে গেল অনেক কথা-ই।
মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি।
প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়াল শুনানিতে যোগ দেন পার্থ চট্টোপাধ্যায়। আর আলিপুর মহিলা সংশোধনাগার থেকে যোগ দেন অর্পিতা।
দুপুর ২ টো ৫০ মিনিট থেকে শুরু হয় তাঁদের ইশারায় কথপোকথন। পার্থ চট্টোপাধ্যায় জানতে চান অর্পিতার খাওয়া হয়েছে কিনা। অর্পিতাও খোঁজ নেন পার্থ চা খেয়েছেন কিনা৷ সবই অবশ্য ইশারায়। অর্পিতাকে মজা করে জিভ ভ্যাঙান পার্থ। তা দেখে হেসে গড়িয়ে পড়েন অর্পিতা।
সব মিলিয়ে মঙ্গলবার দুপুরে 'অপা'র এক অন্য রসায়নের সাক্ষী থাকল গোটা ব্যাঙ্কশাল কোর্ট চত্বর।