কলকাতা হাই কোর্টের নির্দেশ মোতাবেক সোমবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হল। এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে পার্থকে সেখানে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক এবং আইনজীবী।
উল্লেখ্য়, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর শনিবার পার্থকে ব্যাঙ্কশাল কোর্টে তোলে ইডি। সেখানে শুনানি চলাকালীন অসুস্থবোধ করেন পার্থ। সেই কথা আদালতকে জানান তাঁর আইনজীবী। আদালত তখন পার্থকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার অনুমতি দেয়। নিম্ন আদালতের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সেই রাতেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) প্রধান বিচারপতির বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়ে মামলা দায়ের করে ইডি (ED)। আদালতের নির্দেশের পর হুইলচেয়ারে করে পার্থকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে রাখা হয় তাঁকে। গড়া হয় ৬ সদস্যের মেডিক্যাল টিমও।
WAC 2002: ফাইনালে ৫ প্রতিযোগী, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা পারফরম্যান্স ভারতের
ইডির দাবি ছিল, যদি পার্থকে চিকিৎসার জন্য ভর্তি করাতে হয় তাহলে জোকার ইএসআই অথবা আলিপুরে কমান্ড হাসপাতালে ভর্তি করা হোক। কিন্তু নিম্ন আদালত তা না মানায় শনিবার রাতেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যায় ইডি। রবিবার রাতে হাই কোর্ট পার্থকে চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার অনুমতি দেয় ইডিকে। তবে একই সঙ্গে হাই কোর্ট নির্দেশ দেয় ভুবনেশ্বর এইমস-এ কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে দল তৈরি করতে হবে পার্থর স্বাস্থ্য পরীক্ষার জন্য। সোমবার বিকেল ৩টের মধ্যে তাঁরা পার্থর শারীরিক অবস্থার ব্যাপারে রিপোর্ট দেবেন। রিপোর্টের প্রতিলিপি তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতাল এবং পার্থর আইনজীবীকে দিতে হবে। ইডির তদন্তকারী অফিসারকে পার্থকে কোর্টে হাজির করার জন্য ভার্চুয়াল মাধ্যমের ব্যবস্থা রাখতে হবে।