রবিবার ব্রিগেডের মঞ্চে আশাভঙ্গ হয়েছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং-এর। তাঁর বদলে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূলের প্রতি বারংবার ক্ষোভ উগড়ে দিয়েছেন অর্জুন। কুরুক্ষেত্রর যুদ্ধের মতো ব্যারাকপুরের ‘যুদ্ধক্ষেত্রেও’ দুটো নামই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জুন এবং পার্থ (যা কৃষ্ণের আরও এক নাম) । কিন্তু এই যুদ্ধে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে লড়তে রাজি নন অর্জুন সিং।
বন্ধু পার্থ ভৌমিকের উদ্দেশ্যে অর্জুন সিং বলেন, ‘দরকারে তিনি পার্থর বিরুদ্ধেই লড়বেন। দুনিয়ার অনেক জায়গাতেই বন্ধুর সঙ্গে বন্ধুর লড়াই হচ্ছে। এতে সম্পর্ক খারাপ হবে না’। এর পাল্টা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক জানান, বার বার দল বদলালে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন অর্জুন সিং, যা তাঁর রাজনৈতিক কেরিয়ারে প্রভাব ফেলতে পারে।