মেয়ে হওয়ার অপরাধ । মৃত্যুর কোলে ঢলে পড়ল তিন মাসের শিশু । একরত্তিকে আছড়ে খুনের অভিযোগ উঠেছে তারই মা-বাবার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালায় । রবিবারই ওই তিন মাসের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয় । পরে পুলিশি জেরায় খুনের দায় স্বীকার করে অভিযুক্ত বাবা-মা ।
জানা গিয়েছে, ভাতশালার বাসিন্দা বেলুয়ারা বিবি তিন মাস আগে এক কন্যা সন্তানের জন্ম দেয় । এটা ছিল তার তৃতীয় কন্যা সন্তান । কর্মসূত্রে বাইরে থাকত বেলুয়ারা বিবির স্বামী রিন্টু শেখ । সম্প্রতি, বাড়ি ফেরে সে । তৃতীয়বারও কন্যা সন্তান হওয়ায় ক্ষুব্ধ ছিল । এরই মধ্যে ছোট মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । ঘটনাস্থলে আসে পুলিশ । শিশুটির দাদুর অভিযোগ, ছোট নাতনিতে খুন করেছে তাঁরই ছেলে ও ছেলের বউ । তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ রিন্টু ও বেলুয়ারা বিবিকে আটক করে ।
দুই অভিযুক্তকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করে পুলিশ । প্রথমে অস্বীকার করলেও, পরে তাঁরা ভেঙে পড়ে । মেয়েকে খুনের দায় স্বীকার করে নেয় তারা । রবিবার রাতে তাদের গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ ।