নিজের একরত্তি সন্তানকে দান করে দেওয়ার অভিযোগ উঠল বাবা মায়ের বিরুদ্ধে। সন্তান মানুষ করার খরচ বহন করতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত সদ্যজাতর পরিবারের। অষ্টম সন্তানের জন্ম দিয়েছিলেন শিবানী সিং ও অমরনাথ সিং। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের ফুলপাহাড়ি এলাকায়।
যদিও স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে কন্যা সন্তানটিকে বেচে দিয়েছেন দম্পতি। যদিও, শিবানী জানিয়েছেন, সঠিক হাতেই সন্তান রয়েছে। মানুষ করতে পারবেন না তাই এক পরিচিত দাদাকে দিয়েছেন। যদিও এভাবে বাচ্চা হস্তান্তর বেআইনি বলেই জানিয়েছেন সিএমওএইচ ডঃ সৌম্য শঙ্কর সরঙ্গী।