এখনও পর্যন্ত ৬৮১ টি গ্রাম পঞ্চায়েতে জয়ী শাসকদল তৃণমূল। বিজেপি ৬৬টি আসনে জিতেছে। বামেরা ১৮টি গ্রাম পঞ্চায়েতে জয়ী। কংগ্রেসের দখলে এসেছে ৪৮টি গ্রাম পঞ্চায়েতে। অন্যান্যদের দখলে ৭টি গ্রাম পঞ্চায়েতের আসন।
গ্রাম পঞ্চায়েতে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তৃণমূল এগিয়ে ২১৭৮ আসনে। সিপিএম এগিয়ে ৪৬৫ আসনে। বিজেপি ৬৬৪ আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ১৫৮ আসনে।