রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। সব রাজনৈতিক দল ইতিমধ্যেই পাখির চোখ করে ফেলেছে আসন্ন নির্বাচনকে ৷ কিন্তু কবে নির্বাচন তা নিয়ে চাপানউতর চলছিল রাজনৈতিক মহলে। রাজ্য নির্বাচন কমিশনের গতিবিধি দেখে ওয়াকিবহাল মহল মনে করছে পঞ্চায়েত ভোট হতে পারে আগামী ফেব্রুয়ারি মাসেই।
আরও পড়ুন: এখনই দিল্লি যেতে হবে না অনুব্রতকে, ইডির আবেদন গ্রহণ করেও বেঁকে বসল আদালত
রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুর্নবিন্যাস ও সংরক্ষণের চূড়ান্ত তালিকা আগামী ২৫ নভেম্বর প্রকাশিত হবে। পঞ্চায়েত প্রধান এর ভিত্তিতেই পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতির পদ সংরক্ষণের কাজে হাত দেবে। ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ হলে ফেব্রুয়ারিতে পঞ্চায়েত নির্বাচন করতে আর কোনও বাধা থাকার কথা নয়।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করে ফেলেছে বলে খবর। ফেব্রুয়ারিতে ভোট না হলে প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যেতে পারে। কারণ তারপর রাজ্যে শুরু হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই ফেব্রুয়ারিতে ভোট করাতেই তৎপর রাজ্যের নির্বাচন কমিশন।