টেলি-অভিনেত্রী পল্লবী দে মৃত্যুরহস্যে(Pallavi Dey Death Mystery) তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্যের সন্ধান পাচ্ছেন পুলিশকর্তারা। এবার পল্লবীর বন্ধু তথা অভিযোগপত্রে নাম থাকা ঐন্দ্রিলা বিস্ফোরক অভিযোগ করলেন সাগ্নিক চক্রবর্তীর(Sagnik Chakraborty) বিরুদ্ধে।
ঐন্দ্রিলার অভিযোগ, মাস খানেক আগে এক পার্টিতে তাঁকে যৌন হেনস্থার(Sexual Harrasment) চেষ্টা করেন সাগ্নিক। তাঁর কথায়, ‘‘ওই ঘটনার পরে আমি থানায় অভিযোগ জানাব বলেও ঠিক করেছিলাম। কিন্তু পল্লবী(Pallavi Dey Death Mystery) এসে কান্নাকাটি করে। থানা-পুলিশ করলে ওর সম্মানহানি হবে বলে জানায়।’’ ঐন্দ্রিলার দাবি, পল্লবীর কথা ভেবেই থানায় অভিযোগ করেননি তিনি।
আরও পড়ুন- Pallavi Dey Death: 'ওর জীবনে অনেক ছেলেই এসেছে গিয়েছে,' দিদি নম্বর ওয়ানে বলেছিলেন পল্লবীর মা
পল্লবীর বাবার দাবি, অন্য এক তরুণী ঐন্দ্রিলার(Oindrila Mukherjee) সঙ্গে সম্পর্কে থাকতে চেয়েই মেয়েকে খুন করেছেন সাগ্নিক। পাশাপাশি তাঁরা জানিয়েছিলেন, পল্লবীর উপার্জিত অর্থও হস্তগত করার চেষ্টা করছিলেন সাগ্নিক। সেই অভিযোগের ভিত্তিতে খুন এবং সম্পত্তি হাতিয়ে নেওয়ার মামলা দায়ের হয় সাগ্নিকের(Sagnik Chakraborty) বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই গভীর রাত পর্যন্ত সাগ্নিককে জেরার পর গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ(Garfa Police Station)।
অভিনেত্রীর পরিবারের তরফে ঐন্দ্রিলার(Oindrila Mukhrjee) নামে অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত তদন্তকারীরা তাঁর সঙ্গে কথা বলেননি বলেই জানা গেছে। তবে তাঁকে খুব শীঘ্রই ডাকা হতে পারে বলেই খবর।