জ্বর নিয়ে রাতভর মালদা মেডিক্যাল কলেজ হাসাপাতালের মেঝেতেই কাটাতে হল পদ্মশ্রী প্রাপক কমলি সোরেনকে (Komli Soren) । অভিযোগ, বেড পাননি তিনি । পরে তাঁর অবস্থার অবনতি হলে আইসিইউ-তে (ICU) স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে । হাসপাতালের মেঝেতে বসা কমলি সোরেনের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । কেন একজন পদ্মশ্রী প্রাপককে মেঝেতে পড়ে থাকতে হল, সেই নিয়ে উঠছে প্রশ্ন । এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে ।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, সেইসময় বেড ছিল না । এখন মালদাবাসীর গুরুমা-কে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে । তাঁর চিকিৎসা চলছে । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি । এই নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে । বিজেপির অভিযোগ, মালদহ হাসপাতালে দালালচক্রের হাতে পড়তে হয়েছে কমলি সোরেনকে । একজন পদ্মশ্রী পাপকের সঙ্গে এমন ব্যবহার গোটা দেশের কাছে লজ্জাজনক বলে মনে করছে বিজেপি ।
উল্লেখ্য, ২০২১ সালে সমাজসেবার জন্য পদ্মশ্রী পান কমলি সোরেন । তাঁর একটি আশ্রম রয়েছে । মালদহবাসীর কাছে তিনি গুরুমা । তাঁর দ্বারা বহু মানুষ উপকৃত হয়েছেন বলে জানা গিয়েছে ।