রাজ্যে একের পর এক চিকিৎসক(Doctors) ও স্বাস্থ্যকর্মী(Health Workers) করোনায়(Corona) আক্রান্ত হচ্ছেন । দিনদিন সংখ্যাটা বাড়ছে । এই পরিস্থিতিতে হাসপাতালগুলির অবস্থা শোচনীয় । পরিষেবা চালু রাখা কঠিন হয়ে পড়ছে । কলকাতা মেডিক্যাল কলেজ(Calcutta Medical College) ও চিত্তররঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজেও(Chittaranjan National Medical College) একই পরিস্থিতি । এই অবস্থায় দুই হাসপাতালেই জরুরি অস্ত্রোপচারে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
কলকাতা মেডিক্যাল কলেজে সিনিয়ার ও জুনিয়ার মিলিয়ে কোভিড আক্রান্ত ১৬০ জন চিকিৎসক । এ ছাড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩০০-র বেশি । শুক্রবার মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ সকলের সঙ্গে একটি বৈঠকে বসেন । এই কঠিন পরিস্থিতিতে হাসপাতালের কাজ কীভাবে চালু রাখা যায়, তা নিয়ে আলোচনা হয় । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জরুরি অস্ত্রোপচারকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আর যে অস্ত্রোপচারগুলি পরে করলেও চলবে, সেগুলি কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়া, হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করার বিষয়েও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
ন্যাশানাল মেডিক্যাল কলেজের বহির্বিভাগও এখনই বন্ধ হচ্ছে না । এখানেও জরুরি অস্ত্রোপচার আগে করা হবে । এই হাসপাতালে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে কোভিডে আক্রান্তের সংখ্যা প্রায় ২০০ জন ।