হাওয়ায় ফাগুন, স্থলে জলে বনতলে দোল কিন্তু লেগে গিয়েছে। শুরু হবে রং-এর উদযাপন। কিন্তু বাজার চলতি রং কিন্তু ত্বক এবং চুলে পুষে রাখলে বিপদ বাড়তে পারে, হতে পারে কঠিন কোনও চর্মরোগও। তাই গত বেশ কয়েক বছর ধরেই ভেষজ বা অর্গানিক আবিরের চাহিদা বেড়েছে বাজারে। এই আবিরে ত্বকের কোনও ক্ষতি হয় না।
Holi 2024: 'আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল', জানুন ন্যাড়াপোড়ার বিশেষত্ব
এই সময় বাঁকুড়ার ছাতনায় পরীক্ষামূলক ভাবে, ভেষজ আবির তৈরি করা হচ্ছে। পলাশ, গাঁদা ফুল, নিম পাতা নানা রঙিন ভেষজ দ্রব্য দিয়ে বানানো হয়েছে আবির। ক্রেতাদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই আবির তৈরি হচ্ছে। ছাতনা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের অধিনস্ত জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সম্পাদক শংকর চক্রবর্তী, জানিয়েছেন আগামী বছর থেকে আরও বেশি পরিমানে এই আবির বানানো হবে।