চাহিদা অনুযায়ী কমলালেবু উৎপাদন না হওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন উত্তরবঙ্গের ব্যবসায়ীরা। কম ফলনের জেরে শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারেও কমলার দেখা নেই। ফলে উৎকণ্ঠায় দিন কাটছে ব্যবসায়ীদের।
দার্জিলিং জেলায় চাষ হওয়া কমলালেবু শিলিগুড়ির মাধ্যমে গোটা দেশে পৌঁছে যায়। বর্তমানে সেই পরিস্থিতি পাল্টেছে। গত কয়েক বছরে দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পং-এ কমলা লেবুর উৎপাদন কমে গিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে এবং সরকারের অসহযোগিতার কারণেই কমলালেবুর উৎপাদন কমে গেছে। আর ফলন কমে যাওয়ায় সমস্যার মুখে পড়েছেন তাঁরা।
আরও পড়ুন - 'বিজেপির লোকদের বেঁধে রেখে টাকা আদায় করুন', রবীন্দ্রনাথ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক
ব্যবসায়ীদেরও আরও অভিযোগ, ব্যবসায়ীদেরও অভিযোগ, নাগপুরের কিনু জাতের কমলা বাজারের ক্ষতি করছে। দার্জিলিংয়ের লেবুর থেকে কম দাম হহওার কারণে বাজারে ছেয়ে গিয়েছে নাগপুরের কমলা। ফলে সমস্যার মুখে পড়েছেন তাঁরাও।