পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election 2023) রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী! মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা দিনঘোষণার পর জানিয়েছেন, রাজ্যই সিদ্ধান্ত নেবে, কে এই নির্বাচন পরিচালনা করবে। তবে রাজ্য পুলিশের উপরই আস্থা রাখা উচিত। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। পুলিশ দিয়ে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্যকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্যরা।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) টুইট করে রাজ্যের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, "এটা গণতন্ত্রের হত্যা। এই প্রথম সর্বদল বৈঠক না করে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Choudhury) পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানান, "রাজ্য পুলিশ তৃণমূল সরকারের দালালি করবে।"
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির, মঙ্গলবার হাজিরার নোটিস
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন ঘোষণা করে, ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন একদফাতেই হবে। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের গণনা।