অনলাইনে সাইকেল বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হলেন কলকাতার এক বাসিন্দা। তাঁর ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা খোয়া গিয়েছে বলে থানায় অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তপসিয়ার অভিজাত একটি আবাসনের এক বাসিন্দা সম্প্রতি অনলাইনে সাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন এক ব্যক্তি। নিজেকে BSF জওয়ান এবং কাশ্মীরে পোস্টিং রয়েছে বলে জানান তিনি। এরপরই পেমেন্ট করার জন্য একটি QR কোড পাঠিয়ে একাধিক নির্দেশ দিতে থাকেন অপরিচিত ওই ব্যক্তি। অভিযোগ এরপরেই ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে ৫ লাখ টাকা কেটে নেওয়া হয়।
অভিযোগকারী ব্যক্তি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি নিজের ছবি ও নিজের চাকরির পরিচয়পত্র পাঠিয়েছিলেন। তারপরেই সাইকেল কেনার জন্য চুক্তি হয়। এমনকি, অভিযুক্ত ব্যক্তি জানিয়েছিলেন, সীমান্ত এলাকায় টহল দেওয়ার জন্যই ওই সাইকেল কিনছেন তিনি।