জেড প্লাস ক্যাটাগরির কড়া নিরাপত্তা বলয় টপকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গাড়ির সামনে 'ঝাঁপ' এক মহিলার। অতচকিত এই ঘটনায় থমকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। মুখ্যমন্ত্রীর গাড়ি আচমকা ব্রেক কষতেই গোটা কনভয় দাঁড়িয়ে পড়ে। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইহই পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় এলআইসি চকের কাছে আচমকাই পুলিশের ঘেরাটোপ পেরিয়ে মুখ্যমন্ত্রী গাড়ির সামনে চলে আসেন এক মহিলা। তাঁকে দেখে পথে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি।
আরও পড়ুন - শিলিগুড়ির জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন, দেখুন ভিডিয়ো
সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে ঘিরে ফেলেন চারপাশ। গাড়ির আসনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ওই মহিলার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি মহিলার পরিচয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী বিষয় কথা হয়েছে সেই ব্যাপারেও কিছু জানা যায়নি।