বালিগঞ্জ সার্কুলার রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা (Ballygunge Road Accident) । বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর (One died in road accident) । প্রথমে পরপর দু'টি গাড়িকে ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি । এরপর এক পথচারীকে পিষে দেয় ওই বিলাসবহুল গাড়ি । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বালিগঞ্জ থানার পুলিশ । আটক করা হয়েছে ঘাতক গাড়ির চালককে । (Road Accident)
জানা গিয়েছে, গাড়ির চালক একজন মহিলা । পুলিশ জানিয়েছে, রবিবার, ছুটির দিন বিকেলে 'জয় রাইড'-এ গাড়ি নিয়ে বেরিয়েছিল অভিযুক্ত মহিলা চালক । কিন্তু, বালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পরপর দুটো গাড়িকে ধাক্কা মারেন । এরপর পথচারীকে পিষে দেয় গাড়িটি । প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি খুব বেশি ছিল ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । ঘাতক গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বালিগঞ্জ থানার পুলিশ ।