কেন্দ্রের তরফে ইঙ্গিত ছিল আগে থেকেই, এবার জানা যাচ্ছে হাওড়া-নিউ জলপাইগুড়ির পর আরও একটি বন্দে ভারত (Vande Bharat) পেতে চলেছে বাংলা। খবর, এবার হাওড়া থেকে পুরী (Howrah-Puri) অবধি ছুটতে পারে রাজ্যের সেমিস্পিড এই এক্সপ্রেস। কবে থেকে চালু হবে এই নতুন ট্রেন, ভাড়া কত তা যদিও এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, আগামী মাসের মাঝ থেকেই ছুটতে পারে নতুন ট্রেন।
Sealdah-Sector 5 metro: কলকাতা বইমেলা উপলক্ষে ১২০'টি মেট্রো চলবে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে
রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। ট্রেনে হামলা করার অভিযোগ ওঠে। নতুন ‘বন্দে ভারত’ বাংলা আর পাবে কী না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কিন্তু অন্যান্য ট্রেনের তুলনায় কেন যাত্রী পছন্দের তালিকায় এগিয়ে 'বন্দে ভারত' এক্সপ্রেস (Howrah-NJP Vande Bharat Express) ? সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই 'বন্দে ভারত' এক্সপ্রেস(Vande Bharat Express Exiting Features)। ট্রেনটির সুপিরিয়ার ডিজাইন, লাক্সারিয়াস সিট, হাইস্পিড, উন্নত টেকনোলজি, প্রতিটি কোচে ইনফো টেকনো সিস্টেম, এমার্জেন্সি সিস্টেম, স্বয়ংক্রিয় দরজা রয়েছে; যা ভারতের ট্রেনের ইতিহাসে(History of Indian Railway) এক নয়া মাইলস্টোন খাড়া করেছে। আর ট্রেনটিতে থাকা এইসব মন মাতানো প্রযুক্তিই আকৃষ্ট করছে যাত্রীদের(Vande bharat Ticket Booking)।