ব্যারাকপুরের সোনার দোকানে পরপর গুলি। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু একজনের। গুরুতর জখম ২ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাকাতিতে বাধা দেওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা।ব্যারাকপুর আনন্দপুরী সেন্ট্রাল রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতী দলে ৩-৪ জন ছিল। একটি সোনার দোকানে অতর্কিত হামলা চালায় তাঁরা। দোকান থেকে সোনার গয়না হাতানোর চেষ্টা করে। বাধা পেয়েই গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি তিনজনের গায়ে লাগে। ঘটনাস্থলেই মৃত্যু দোকান মালিকের ছেলে নীলাদ্রি সিংয়ের। একজন নিরাপত্তারক্ষীর পায়েও গুলি লাগে। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও গ্রেফতার করা যায়নি কাউকে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।