শালবনী যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি আন্দোলনকারী। ধৃতের নাম জয় মাহাতো। বুধবার তাঁকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, অভিষেকের কনভয়ে হামলার ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন ধৃত জয় মাহাতো। অবশেষে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। আজই অভিযুক্তকে আদালতে তোলা হবে খবর।
শুক্রবার ঝাড়গ্রামে নবজোয়ার যাত্রা করেন অভিষেক। সেখান থেকে লোধাশুলি হয়ে শালবনি যাওয়ার পথে তাঁর কনভয় আক্রান্ত হয়। অল্পবিস্তর আহত হন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। এই ঘটনায় অভিষেক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মি সমাজকে ক্লিনচিট দিলেও শুরু হয়ে ধরপাকড়।
হামলার ঘটনায় গত শনিবার প্রথমে চারজনকে গ্রেফতার করা হয় । ওইদিনই প্রাথমিকভাবে আটক করা হয়েছিল পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো-সহ আরও কয়েকজনকে । এরপর একে একে কনভয় হামলার ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।