দক্ষিণবঙ্গে আচমকা ঝড়বৃষ্টি। দুর্যোগের জেরে রানাঘাটে আটকে পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়।
এদিকে নদিয়ায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সভামঞ্চ ভেঙে আহত এক শ্রমিক। তাঁর ঘাড় ও মাথায় আঘাত লেগেছে। আচমকা ঝড়-বৃষ্টির দাপটে লন্ডভন্ড হয়ে যায় কর্মসূচির সভামঞ্চ।
শুক্রবার নদিয়ার বাদকুল্লায় সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেখানে পৌঁছতে পারেননি তিনি। বৃষ্টির জেরে রানাঘাটেই আটকে পড়েন অভিষেক।
আরও পড়ুন - মনোনয়ন জমা দিয়ে গিয়ে তাড়া খেলেন BJP বিধায়ক, চোর চোর স্লোগান
অন্যদিকে, বৃষ্টির জলে পা পিছলে গুরুতর আহত ওই শ্রমিকের ঘাড় এবং মাথায় আঘাত লেগেছে। আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।