কাঁকুড়গাছিতে বেঙ্গল কেমিক্যাল মোড়ে দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু । শনিবার সকালে হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর । উল্লেখ্য, শুক্রবার ফুটপাতে গাড়ি উঠে তিন জন গুরুতর আহত হয়েছিলেন । তাদের মধ্যে ছিল দুই শিশু । হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের । এদিন সকালে এক শিশু মৃত্যুর খবর সামনে আসে । মৃতের নাম অঙ্কিত সাউ (৬) । এদিকে, শিশুর মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ।
শুক্রবার দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরোধ ছিল এলাকায় । শিশু মৃত্যুর জেরে এদিনও উত্তেজনা ছড়াল । রাস্তার উপর বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । জানা গিয়েছে, আরও এক জখম শিশু রিয়া ঘোষ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
জানা গিয়েছে, কাঁকুড়গাছির দিক থেকে গাড়িটি আসছিল । আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে এবং ফুটপাথে উঠে যায়। সেই সময়ে ফুটপাথে খেলা করছিল কয়েক জন শিশু। দুর্ঘটনায় দুই শিশু-সহ আরও একজন আহত হন । গাড়ির চালক অভিষেক সুলতানিয়ার দাবি, গাড়ি চালানোর সময় বারবার চোখ বুজে আসছিল । তার জেরেই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পরই গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।