একইদিনে বিজয়া সম্মিলনীর আয়োজন তৃণমূল-বিজেপি দু'পক্ষের। বৃহস্পতিবার ভবানীপুরে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই একইদিনে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বিজয়া সম্মিলনীর আয়োজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
মঙ্গলবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে জানান, বৃহস্পতিবার 'উত্তীর্ণ' মুক্তমঞ্চে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে ৩টে নাগাদ সেখানে মুখ্যমন্ত্রী যাবেন বলেও উল্লেখ করেন কুণাল। পরবর্তীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের উদ্যোগে বিজয়া সম্মিলনী পালনের কথাও জানান তিনি।
আরও পড়ুন- Manik Bhattacharya's ED Custody: ১৪ দিনের ইডি হেফাজতে মানিক ভট্টাচার্য, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের
কুণালের এই টুইটের পরেই জানা যায়, ওই একইদিনে বিধানসভাতেও বিজেপি পরিষদীয় দলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। বেলা ৩টে নাগাদ রাজ্য বিধানসভার নৌশার আলি কক্ষে এই সম্মিলনীর ডাক দেওয়া হয়। বিজয়া সম্মিলনীতে যোগ দিতে কলকাতায় আসার জন্য উত্তরবঙ্গের বিধায়করা মঙ্গলবার রাতেই ট্রেন ধরেছেন বলেও খবর।