পুজোর ছুটিতে কলকাতায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকেই শুক্রবার নদিয়ার বাড়িতে ফিরছিল একটা পরিবার। কিন্তু বাড়ি ফেরার আগেই শেষ হয়ে গেল সব। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের দুই সদস্যের, বাকি তিন জনের অবস্থা বেশ সংকটজনক। তাঁরা এই মুহূর্তে হাসপাতালে।
Chadni Chowk Fire: চাঁদনি চকের বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, ঘটনাস্থলে ৩টি দমকলের ইঞ্জিন
সূত্রের খবর, শনিবার ভোর ৪ টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে নদিয়ার চাপড়া থানার চারাতলা এলাকায়। অত্যন্ত গতিতে ছিল গাড়িটি, তার উপর ওই সময় কুয়াশায় চারিদিক ঢাকা থাকে ,নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সোজা গিয়ে ধাক্কা মারেন একটি অশ্বত্থ গাছে। গাড়ির সামনে বসেছিলেন বৃদ্ধা ঠাকুমা এবং তাঁর নাতি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আশঙ্কাজনক অবস্থায় আর ৩ সদস্য ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে।