বৃহস্পতিবার বর্ধমানে ছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। আর সেদিনই ব্যবসা বনধ রাখলেন শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা(Shaktigarh Langcha Hub)। জাতীয় সড়ক সম্প্রসারণের(National Highway Expansion) কাজে নিজেদের রুটি-রুজি হারাবার অনিশ্চয়তার জেরেই তাঁদের এই সিদ্ধান্ত বলে খবর।
জানা গিয়েছে, এলাকায় ফোর লেন থেকে সিক্স লেনে রূপান্তরিত হবে জাতীয় সড়ক। পাশাপাশি, জাতীয় সড়কের দু’ধারে হাইড্রেন তৈরির কাজও চলছে। ফলে চরম সমস্যায় পড়েছে শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা(Shaktigarh Langcha Traders Ptotest)। তাঁদের অভিযোগ, রাস্তা থেকে ছয় ইঞ্চি উঁচু করে হাইড্রেন তৈরি হওয়ায় দুরদুরান্তের ক্রেতারা আর গাড়ি রাখতে পারবেন না। ফলে তাঁদের ব্যবসায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নজরে বিষয়টি আনার জন্যই ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন- Lionel Messi Retirement: আর কি মাঠে দেখা যাবে না মেসিকে! ফের অবসরের ইঙ্গিত আর্জেন্টাইন তারকার