কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠ ভাসল কারণবারিতে। বিগত বছরগুলি ছাপিয়ে এবছর মদ বিক্রিতে রেকর্ড। এবার শুধুমাত্র কৌশিকী অমাবস্যার রাতেই তারাপীঠে বিক্রি হল প্রায় ৫ কোটি টাকার মদ। একাধিক নিষেধাজ্ঞা থাকলেও সারারাত মদ কিনতে দেখে গিয়েছে সেখানে।
তন্ত্রপীঠ হিসেবে বিখ্যাত তারাপীঠ। সারাবছরই লোকজনের যাতায়াত থাকে। তবে কৌশিকী অমাবস্যার জন্য ভিড় কয়েকগুন বেড়ে গিয়েছিল। একইভাবে মদ বিক্রিও বেড়েছিল কয়েক গুন। চাহিদা এতটাই বেড়েছিল যে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে মদ কিনতে হয়েছে অনেককে। এমনকি, একাধিক জায়গায় সারারাত মদ বিক্রি করেছে।
Read More- পথ দেখিয়েছেন মমতা, লোকসভায় মহিলা বিল বিতর্কে দাবি তৃণমূলের
জানা গিয়েছে ২০১৬ সালে কৌশিকী অমাবস্যায় মদ বিক্রি হয়েছিল প্রায় তিন কোটি টাকার। এরপর ২০১৭ সালে ১কোটি ৮০ লাখ টাকার এবং ২০১৮ সালে দুরাতে ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। এবার সবকিছু ছাড়িয়ে এক রাতেই বিক্রি হল ৫ কোটি টাকার মদ।