ফের কর্তব্যরত নার্সকে হাসপাতালের মধ্যেই হেনস্থার অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। অভিযোগ, প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। বলা হয়, "আরজি কর করে দেব।" এই নিয়ে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে মালদার চাঁচল হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।
ওই নার্সের অভিযোগ, শনিবার রাতে ডিউটিতে থাকাকালীন এক রোগীর পরিজন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। প্রতিবাদ জানাতে গেলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পুলিশকে ওই নার্স জানিয়েছেন, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। কোনও কার ছাড়াই রোগীর বাড়ির লোক তাঁর উপর চড়াও হয়। প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরই পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।
গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে মানুষ। টানা ৪২ দিন কর্মবিরতি পালনের পর উপযুক্ত নিরাপত্তার আশ্বাস পেয়ে শনিবার থেকে জরুরি পরিষেবার কাজে যোগ দেন জুনিয়র চিকিৎসকরা। এরই মাঝে মালদায় চাঁচল হাসপাতালে এমন ঘটনা প্রকাশ্যে আসায় ফের প্রশ্নের মুখে সুরক্ষা ও নিরাপত্তা।