এবার RG কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে গেলেন কলকাতা পুরসভার কর্মীরা। বাড়ির কোনও অংশ বেআইনিভাবে নির্মিত কিনা সেবিষয়ে খতিয়ে দেখবেন তাঁরা।
পুরসভা সূত্রে খবর, সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পরই তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ জমা পড়ে। অভিযোগপত্রে জানানো হয়, সন্দীপ ঘোষের বাড়ির একাংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছে। গত শুক্রবারই এই বিষয়টি জানিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে চিঠি পাঠানো হয়েছিল। এরপর আজ অর্থাৎ সোমবার সরজমিনে খতিয়ে দেখতে সন্দীপের বাড়িতে পৌঁছে গেলেন পুরকর্মীরা।
কলকাতা পুরসভা শুক্রবার যে নোটিস পাঠিয়েছিল সেখানে কলকাতা পুরসভার দুই ইঞ্জিনিয়ার জীবন দাস এবং কিরণ মণ্ডল ৩০ সেপ্টেম্বরের সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছবেন। অবৈধ নির্মাণের যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে খতিয়ে দেখবেন তাঁরা।
RG কর কাণ্ডের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সন্দীপ ঘোষের প্রচুর বেআইনি কারবার সামনে এসেছে। মর্গের প্যাকেজ তৈরি করা থেকে শুরু করে নম্বর বৃদ্ধি সব জায়গাতেই সন্দীপ ঘোষের উপস্থিতি স্পষ্ট। এমনকি হাসপাতালের বর্জ্য বেআইনিভাবে বিক্রি, বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার মতোও গুরুতর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তারইমাঝে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল।
এর আগে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিল CBI-এর তদন্তকারী দলের সদস্যরা। যদিও দীর্ঘ সময় তাঁদের বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। পরে অনেক ধাক্কাধাক্কির পর তাঁর স্ত্রী দরজা খুলে দিয়েছিলেন তাঁর স্ত্রী।