ওড়িশার বালাসোরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নাগরাকাটা চা বাগানের ফুটবল লাইনের বাসিন্দা সাগর খড়িয়ার। করমণ্ডল এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিলেন তিনি। ভিন্ রাজ্যে কাজ করতে গিয়েছিলেন ওই এলাকার ১৯ জন যুবক। বেঙ্গালুরু থেকে ঘরে ফিরছিলেন ১৫ জন৷ বাকিরা ফিরতে পারলেও ফেরা হল না সাগরের। ফিরল তাঁর নিথর দেহ।
শুক্রবার রাতে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্বেগে ছিল গোটা এলাকা। সাগরের মৃত্যুর খবর এসে পৌঁছতেই নামে শোকের ছায়া। মঙ্গলবার সকালে শ্মশানের সামনে ভেঙে পড়ে গোটা গ্রাম৷ উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও।
দেহ পৌঁছনোর পরেই তৎক্ষনাৎ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। আগেই যাবতীয় ব্যবস্থা করা ছিল। এলাকার ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েন প্রতিবেশিরা।