বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল। কিছু মৃতদেহ সনাক্ত করা গেলেও, এখনও অনেক মৃত দেহের পরিচয় জানা যায়নি। খোঁজ মেলেনি পরিবারের। এবার সেই সমস্ত মৃতদেহগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল।
জানা গিয়েছে, মৃতদেহগুলি আরও ভাল করে সংরক্ষণ করার জন্য বালেশ্বর থেকে সরিয়ে রাজধানী ভুবেনেশ্বরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা সরকারের তরফে। কারণ সেখানের পরিষেবা তুলনামূলক ভাবে বেশি উন্নত।
আরও পড়ুন - মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে তৃণমূল, জানালেন অভিষেক
এই বিষয়ে ওড়িশার মুখ্যসচিব প্রদীপ কুমার জেনা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৬০টি মৃতদেহ শনাক্ত করা যায়নি। সেগুলি রাজধানীর বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের মর্গে আগামী ৪২ ঘণ্টা দেহগুলি সংরক্ষণ করে রাখা হবে। যেগুলি শনাক্ত করা যাবে না,সেগুলি নির্দিষ্ট মেডিক্যাল পদ্ধতি মেনে সৎকার করে ফেলবে ওড়িশা সরকার।