পুজো অনুদানের পর ক্লাবগুলির জন্য ফের অনুদানের ঘোষণা করল রাজ্য সরকার। এবার খেলা হবে দিবসের জন্য ১৫ হাজার টাকা করে পাবে রাজ্যের ক্লাবগুলি। ক্রীড়া দফতর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কোন ক্লাবগুলি কত টাকা করে পাবে সেবিষয়েও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর থেকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে জেলা শাসকদের। সেখানে জানানো হয়েছে,রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা এবং ৬টি পুরনিগমে এই কর্মসূচি পালন করা হবে। এবং এই কর্মসূচিতে যাতে ছাত্র, যুব এবং সাধারণ মানুষ অংশ নেয় সেই বিষয়ে নিশ্চিত করতে হবে জেলাশাসকদেরই। শুধু জেলাগুলিতে নয়, কলকাতার ১৪৪টি ওয়ার্ডেও পালন করা হবে খেলা হবে দিবস।
ক্রীড়া দফতর সূত্রে জানা গিয়েছে, খেলা হবে দিবস পালনের জন্য প্রতিটি ইউনিট ১৫ হাজার টাকা করে পাবে। এছাড়াও যে সব ক্লাবগুলি এই কর্মসূচির সঙ্গে সামিল হবে তাদেরকেও ওই একই পরিমাণ আর্থিক অনুদান দেওয়া হবে।
২১ -এর বিধানসভা নির্বাচনের আগেই খেলা হবে স্লোগান তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। নির্বাচনী প্রচারে বেরিয়েও একাধিক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এই স্লোগান শোনা গিয়েছিল। নির্বাচনে জেতার পর ১৬ অগাস্ট খেলা হবে দিবস ঘোষণা করেন তিনি। কারণ ১৯৮০ সালের ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচে পদপিষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু হয়। ২০২১ সালের পর থেকে ওই দিনটিতেই খেলা হবে দিবস পালন করা হচ্ছে।