Khela Hobe Diwas: ফের ক্লাবগুলির জন্য অনুদান ঘোষণা ক্রীড়া দফতরের, ১৫ হাজার টাকা করে দেবে রাজ্য! কারণ কী?

Updated : Aug 03, 2024 10:10
|
Editorji News Desk

পুজো অনুদানের পর ক্লাবগুলির জন্য ফের অনুদানের ঘোষণা করল রাজ্য সরকার। এবার খেলা হবে দিবসের জন্য ১৫ হাজার টাকা করে পাবে রাজ্যের ক্লাবগুলি। ক্রীড়া দফতর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কোন ক্লাবগুলি কত টাকা করে পাবে সেবিষয়েও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। 

রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর থেকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে জেলা শাসকদের। সেখানে জানানো হয়েছে,রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা এবং ৬টি পুরনিগমে এই কর্মসূচি পালন করা হবে। এবং এই কর্মসূচিতে যাতে  ছাত্র, যুব এবং সাধারণ মানুষ অংশ নেয় সেই বিষয়ে নিশ্চিত করতে হবে জেলাশাসকদেরই। শুধু জেলাগুলিতে নয়, কলকাতার ১৪৪টি ওয়ার্ডেও পালন করা হবে খেলা হবে দিবস। 

ক্রীড়া দফতর সূত্রে জানা গিয়েছে, খেলা হবে দিবস পালনের জন্য প্রতিটি ইউনিট ১৫ হাজার টাকা করে পাবে। এছাড়াও যে সব ক্লাবগুলি এই কর্মসূচির সঙ্গে সামিল হবে তাদেরকেও ওই একই পরিমাণ আর্থিক অনুদান দেওয়া হবে। 

২১ -এর বিধানসভা নির্বাচনের আগেই খেলা হবে স্লোগান তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। নির্বাচনী প্রচারে বেরিয়েও একাধিক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এই স্লোগান শোনা গিয়েছিল। নির্বাচনে জেতার পর ১৬ অগাস্ট খেলা হবে দিবস ঘোষণা করেন তিনি। কারণ ১৯৮০ সালের ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচে পদপিষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু হয়। ২০২১ সালের পর থেকে ওই দিনটিতেই খেলা হবে দিবস পালন করা হচ্ছে।

Khela hobe day

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর