বিভিন্ন সময় রেশন কার্ড আপডেট করার প্রয়োজন হয়। বয়স, নাম, ঠিকানা ইত্যাদি বদল করতে হলে এতদিন পর্যন্ত নির্দিষ্ট দফতরে যাওয়ার প্রয়োজন হত। কিন্তু এবার থেকে সেই ঝক্কি আর পোহাতে হবে না। কারণ এবার থেকে অনলাইনেই রেশন কার্ডের যাবতীয় তথ্য পরিবর্তন করা সম্ভব।
বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবিষয়ে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, রেশন কার্ডে কোনও তথ্য পরিবর্তন করতে হলে এতদিন পর্যন্ত নির্দিষ্ট দফতরে যেতে হত। কিন্তু এবার থেকে কোনও দফতরে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনেই পুরো কাজ করা সম্ভব। এমনকি মোবাইলের মাধ্যমেও করতে পারবেন কার্ড হোল্ডাররা।
দেশের মধ্যে প্রথম অনলাইনে এই সুবিধা চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। এর জন্য বিশেষ অ্য়াপও তৈরি করা হয়েছে। সেই অ্য়াপের মাধ্যমেই পুরো কাজটি করা সম্ভব।
আর কী কী করা সম্ভব?
শুধু নাম, ঠিকানা পরিবর্তন নয়। ডিলার পরিবর্তন থেকে শুরু করে রেশন কার্ড সারেন্ডার পর্যন্ত অনলাইনে করতে পারবেন। এমনকি, মোবাইল নম্বর লিঙ্ক এবং ডিলিঙ্কও করা সম্ভব।
কোন পোর্টালে কাজটি করতে পারবেন?
food.wb.gov.in/-এই ওয়েবসাইটের মাধ্যমে পুরো কাজটি করতে পারবেন।