রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে আসতেই কড়া পদক্ষেপ নিল তৃণমূল সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্মতিতে ফের কড়া নির্দেশ গেল জেলাগুলিতে। তাতে বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যে সব কর্মী একই অফিসে তিন বছরের বেশি সময় ধরে রয়েছেন, তাঁদের অবিলম্বে বদলি করতে হবে। এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। শুধু তা নয়, দ্রুত বদলি করে সেই রিপোর্ট পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাছে পেশ করতে হবে।
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন রাজ্যের প্রাক্তন কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। প্রদীপবাবু মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন বলেই পরিচিত। সূত্রের খবর, জেলা স্তরে এই নির্দেশ পাঠানোর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন প্রদীপবাবু।
আরও পড়ুন- Bratya Basu: দুর্নীতি রুখতে অনলাইনে বদলি হবে কলেজ অধ্যাপকদের, অনলাইন পোর্টালের ঘোষণা ব্রাত্য বসুর
পর্যবেক্ষকদের মতে, নবান্নের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। আর ছ’ থেকে নয় মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত স্তরে প্রশাসনিক স্বচ্ছতা আনতে চাইছেন।
উল্লেখ্য, গত ১৮ অগস্ট রিভিউ মিটিং করে নবান্ন (Nabanna) থেকে জেলা প্রশাসনকে জানানো হয়, পঞ্চায়েতে সমস্ত ভুয়ো খরচের হিসাব বের করতে হবে। তার এফআইআর দায়ের করে সেই টাকা উদ্ধার করতে হবে।