উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে । যার জেরে ফুঁসছে তিস্তা । হলুদ সতর্কতা জারি করা হয়েছে । প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে । এদিকে, ২ জুলাই পর্যন্ত উত্তরের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে । তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোশের মতো নদীগুলিতে জলস্তর বাড়ছে । মেখলিগঞ্জ এবং দোমহোনি এই দুই জায়গা দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর দু পারের অসুরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ বিপদ সংকেত। প্লাবিত হতে পারে নীচু এলাকা ।
বৃহস্পতিবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে । সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,গত চব্বিশ ঘণ্টায় সকাল আটটা পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ ৭১.২০, মাথাভাঙ্গায় ৩২.৬০, শিলিগুড়িতে ২৭.৬০এবং মালবাজারে ৩০.০২ মিলিমিটার।