পুজোর আর দিন কয়েক বাকি। আর ছুটির ক'টা দিন বাঙালির পায়ের তলায় সর্ষে। কেউ পাহাড় যান, কেউ আবার সমুদ্রে। অথচ হড়পা বানে বিপর্যস্ত গোটা সিকিম।
যারা পুজোর ক'টা দিন সিকিমে যাওয়ার পরিকল্পনা করেছিলেন প্রকৃতি জল ঢেলে দিয়েছে সেই পরিকল্পনায়। ফলে পরিকল্পনায় পরিবর্তন আনছেন অনেকে। বিকল্প গন্তব্য হিসেবে পুজোয় দার্জিলিং,কালিম্পং এবং ডুয়ার্সে ভিড় বাড়তে পারে বলেই আশা করছে পাহাড়ের পর্যটন সংস্থাগুলি।
আরও পড়ুন - জলপাইগুড়ির তিস্তাপাড়ে যেন জমছে মৃতদেহের পলি, ভেসে এল ১১টি দেহ, সিকিমে চলছে উদ্ধারকাজ
অক্টোবর থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে উৎসবের মরশুম। এই সময় শুধু বাংলা নয়, পড়শি রাজ্য এমনকি দেশ বিদেশের বহু মানুষ হিমালয় দেখতে যান। কিন্তু বিপর্যয়ের কারণে বিধ্বস্ত গোটা সিকিম। আগামী কয়েকমাসেও পরিস্থিতিতে উন্নতি হবে না বলেই মনে হচ্ছে। ফলে ভিড় বাড়তে পারে উত্তরবঙ্গে।