দুদিন কেটে গেলেও এখনও ছাত্রনেতা আনিসের (Anis Khan) রহস্য মৃত্যুর কিনারা করতে পারল না পুলিশ । রবিবারই এই ঘটনায় রিপোর্ট তলব করেছে ডিজি মনোজ মালব্য । তদন্ত কমিটি গঠন করা হয়েছে । শাসকদলের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, প্রকৃত দোষী শাস্তি পাবে । কিন্তু, দোষীই তো এখনও অধরা । সেক্ষেত্রে পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে । এদিকে, সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড় রয়েছে আনিসের পরিবার ।
পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না আনিসের বাবা সালেম খান । পুলিশের করা ময়নাতদন্তের রিপোর্টের উপরে তাঁদের ভরসা নেই । তাঁর বাবার অভিযোগ, ছেলের দেহের ময়নাতদন্ত নিয়ে চোর-পুলিশ খেলেছে পুলিশ । সেক্ষেত্রে প্রাক্তন এবং বর্তমান পুলিশকর্তাদের একাংশের বক্তব্য, ঠিক কীভাবে আনিসের মৃত্যু হয়েছে, তা জানতে ফরেন্সিক বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে । সেইসঙ্গে ময়নাতদন্তই আনিসের রহস্য মৃত্যুর সত্য উদঘাটন করতে পারবে ।
আরও পড়ুন, Anis Khan : আনিস খুনে এখনও অধরা দুষ্কৃতীরা, পুলিশ সুপারের থেকে রিপোর্ট তলব ডিজির
শুক্রবার রাতে মৃত্যু হয় আনিসের । তাঁর পরিবারের দাবি, শুক্রবার রাতে তাঁকে তিনতলা বাড়ির নীচে পড়ে থাকতে দেখা যায় । অভিযোগ, পুলিশের ছদ্মবেশে দুষ্কৃতীরা এসে তাঁকে খুন করে । এদিকে, পুলিশের বক্তব্য, তাদের কেউই শুক্রবার ঘটনার রাতে আনিসের বাড়িতে যাননি । আনিসের মৃত্যুর প্রতিবাদে রবিবার আমতায় দফায় দফায় বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন । ঘটনায় দোষী দ্রুত ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বামেরা ।