পাহাড় সফরে গিয়ে বড় সাফল্য পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banwrjee)। তাঁর সঙ্গে বৈঠকের পর পৃথক গোর্খাল্যান্ড (Gorkhaland) রাজ্যের দাবি থেকে সরে আসার ইঙ্গিত দিল বিমল গুরুংয়ের (Bimal Gurung) নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ-কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম শীর্ষ নেতা রোশন গিরি। মোর্চা নেতার দাবি, তাঁরা এখন আর পৃথক রাজ্য চান না। বরং পশ্চিমবঙ্গের মধ্যেই স্বয়াত্বশাসন চান। সাম্প্রতিক অতীতে একাধিকবার বিজেপির হাত ধরেছে মোর্চা।সেই অবস্থান বদলেরও ইঙ্গিত দিয়েছেন রোশন গিরি। তাঁর দাবি, বিজেপি তাঁদের ঠকিয়েছে। গেরুয়া শিবিরের সঙ্গে তাঁদের আর কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: Mamata Banerjee: দু-তিন মাসের মধ্যেই জিটিএ নির্বাচন, পাহাড়ে জানালেন মুখ্যমন্ত্রী
পাহাড়ে সুভাষ ঘিষিংয়ের নেতৃত্বাধীন জিএনএলএফের আধিপত্যের অবসান ঘটায় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। তারপর থেকে দীর্ঘদিন পাহাড়ের নিয়ন্ত্রণ থেকে রোশন গিরিদের হাতে। পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে উত্তাল হয়েছে দার্জিলিং। সম্প্রতি অবশ্য পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। শক্তি কমেছে মোর্চার। কিন্তু রোশন গিরির এমন বিবৃতি অনেকটাই স্বস্তি দেবে নবান্নকে।