Mamata Banerjee : বোলপুরে হল না মুখ্যমন্ত্রী-অনুব্রত বৈঠক, মমতার ফোকাসে এখন বন্যা মোকাবিলা ও ত্রাণ

Updated : Sep 24, 2024 16:21
|
Editorji News Desk

জল্পনা, জল্পনা হয়েই রয়ে গেল। বোলপুরে প্রশাসনিক বৈঠক করে কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের দাবি, তাঁর ফোকাসে এখন ত্রাণ। তাই মঙ্গলবার বীরভূমে ফেরা অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়ির তিন কিলোমিটার দূর থেকেই কলকাতার দিকে ছুটল মুখ্যমন্ত্রীর কনভয়। রাজ্য-রাজনীতিতে জল্পনা হয়েই থেকে গেল বীরভূমে তৃণমূল নেত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের বৈঠক। 

গরুপাচার তদন্ত মামলায় জামিন পাওয়ার পর সোমবার রাতে তিহাড় থেকে ছাড়া পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সকালে বীরভূমে নিজভূমে ফিরে আসেন কেষ্ট। বাড়ির চৌকাঠে পা দেওয়ার আগেই তাঁর মুখে শোনা যায় তৃণমূল নেত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা। তিনি জানান, শরীর সায় দিলে অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। 

রাজনৈতিক মহলের দাবি, অনুব্রতকে এদিন সেই সুযোগই দেননি মুখ্যমন্ত্রী। কারণ, বোলপুরে জেলা বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বুঝিয়ে দিলেন এই সময়ে তাঁর ফোকাস বন্যা পরিস্থিতি এবং দুর্গতদের সাহায্য করা। 

এদিন বীরভূমে অনুব্রত ফেরার পরেই মনে করা হয়েছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির থাকতে পারেন অনুব্রত মণ্ডল। কিন্তু জেলা নেতৃত্ব দাবি করে, প্রশাসনিক বৈঠক নয়, একান্তে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী এবং অনুব্রত। কিন্তু সেই বৈঠক হয়নি। এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে, প্রশাসনের কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েই কলকাতার পথে রওনা হন তিনি। আপাতত বন্যা পরিস্থিতি মোকাবিলাই তাঁর প্রধান লক্ষ্য।  

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর