রাজ্যের কোনও কৃষক আত্মহত্যা করেননি । সবটাই বিজেপির ষড়যন্ত্র । নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি জানালেন, বিজেপি মিথ্যে অভিযোগ করছে । উল্লেখ্য, অকালবর্ষণে চাষের ক্ষতির কারণে রাজ্যের কৃষকরা আত্মঘাতী হচ্ছেন, এমনই বড় অভিযোগ তুলেছে বিজেপি । কিন্তু্ তথ্যপ্রমাণ দিয়ে কৃষিমন্ত্রী জানালেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । বিজেপি অপপ্রচার চালাচ্ছে ।
বিজেপিকে আক্রমণ করে শোভনদেব বলেন,'রাজ্য সরকার যে পরিমাণ সুযোগ-সুবিধা কৃষকদের জন্য রেখেছে, তাতে কোনও কৃষক আত্মঘাতী হওয়ার কথা নয়। বিজেপি যেহেতু কৃষি আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে, তাই আত্মহত্যার ঘটনা ঘটলে সেটাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে।"